Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০২৩

মাতৃবাগান তৈরির লক্ষ্যে বারি লেবুজাতীয় ফল ও কফির চারা হস্তান্তর অনুষ্ঠান-২০২৩


প্রকাশন তারিখ : 2023-12-04

সাইট্রাস গবেষণা কেন্দ্র, বিএআরআই, জৈন্তাপুর, সিলেটের আয়োজনে ‘মাতৃবাগান তৈরির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের নিকট বিএআরআই উদ্ভবিত বারি বাতাবিলেবু-৫ এর চারা হস্তান্তর অনুষ্ঠান-২০২৩’ সাইট্রাস গবেষণা কেন্দ্র, বিএআরআই, জৈন্তাপুর, সিলেট কেন্দ্রে ০২ নভেম্বর ২০২৩ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে ড. দেবাশিষ সরকার, মহাপরিচালক, বাংলাশে কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবি ওয়াহিদা আক্তার, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাশে সরকার। তিনি বলেন- বর্তমান সরকার কৃষিকে অগ্রাধিকার দিয়েছেন। আমার দেশের মাটি সোনার মাটি। এখানে কৃষি পণ্য উৎপাদনের উপযুক্ত পরিবেশ রয়েছে। কৃষি বিজ্ঞানিগণ গবেষণা কাজে এগিয়ে আসায় দেশের নতুন নতুন ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। কৃষিতে দেশের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। কৃষি সেক্টরের গবেষণার ফসল বাংলােেশ ছড়িয়ে দিতে হবে। 


তিনি আরও বলেন, কৃষকরা হচ্ছেন দেশের প্রাণ শক্তি। কৃষি ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। সরকার যে সুযোগ-সুবিধা দিয়েছে তা কাজে লাগাতে হবে। কৃষি গবেষণা কেন্দ্র থেকে যেসব চারা বিতরণ করা হয়েছে তা যত্ন করা প্রয়োজন। সিলেট অঞ্চলে অন্তত ৪ লাখ হেক্টর পতিত জমি রয়েছে। এসব অনাবাদী জমি চাষাবারে আওতায় নিয়ে আসতে হবে। নিজের ভাগ্য ও দেশের পরিবর্তনে তিনি কৃষকদের এগিয়ে আসার আহবান জানান। সমৃদ্ধশালী দেশ গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। তিনি বারি উদ্ভাবিত বাতাবিলেবু-৫ এর মাতৃকলম, বিভিন্ন লেবু জাতীয় ফল ও কফির চারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের নিকট হস্তান্তর করেন। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ড. শাহ মো. লুৎফুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সাইট্রাস গবেষণা কেন্দ্র, বিএআরআই, জৈন্তাপুর, সিলেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ড. শেখ মোহাম্ম বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; জনাব বাদল চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; রেহানা ইয়াসমিন, যুগ্ম সচিব (গবেষণা অনুবিভাগ), কৃষি মন্ত্রণালয়; ড.মো. আলতাফ হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, কফি, কাজুবাদাম এর গবেষণা ও উন্নয়ন প্রকল্প (বারি অংশ) ও কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক (ভারপাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। অনুষ্ঠান শেষে সাইট্রাস গবেষণা কেন্দ্রের লেবুজাতীয় ফলের মাতৃবাগান, কফি ও কাজুবাদামের বাগান পরিদর্শন ও চারা রোপণ করেন।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট অঞ্চলের ১৩টি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি ও কৃষক অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. মাহমুদুল ইসলাম নজরুল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ওএফআরডি, সিলেট। 
বিকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প ও লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কফি ও আনারস বাগান পরিদর্শণ করেন এবং কৃষক সমাবেশে অংশগ্রহণ করেন। 

 মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট